ছাত্রকে অপহরণের চেষ্টা, উদ্বেগে অভিভাবকেরা
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 11, 2023
- 1 min read

জলপাইগুড়িতে তৃতীয় শ্রেনীর ছাত্রকে অপহরণের চেষ্টা। শুক্রবারের এই ঘটনার কথা ছাত্রের মুখ থেকে শুনে শনিবার স্কুল কর্তৃপক্ষর নজরে আনেন অবিভাবকেরা।
গত কয়েক দিন ধরে জলপাইগুড়িতে ছেলেধরা উদ্বেগ বাড়ছে। এর আগে ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় ব্যক্তি কে মারধরের ঘটনা ঘটেছে। এবার আতঙ্ক ছড়ালো জলপাইগুড়িতে। ফনীন্দ্র দেব প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্রকে শুক্রবার অপহরণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ।
সোমবার স্কুলে নোটিশ দিয়ে অবিভাবকদের সতর্ক করা হয়। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। অবিভাবকেরাও চাইছেন পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিন । ঘটনার খবরে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অনেকেই।
Commentaires