top of page

বিধানসভায় প্রস্তাব পাস, পয়লা বৈশাখেই পালিত হবে বাংলা দিবস

এদিন বিধানসভায় পয়লা বৈশাখকেই বাংলা দিবস হিসাবে পালন করা ও রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে রাজ্য সংগীত হিসেবে চিহ্নিত করার জন্য দুইটি প্রস্তাব বিধান সভায় পেশ করেন রাজ্য সরকার ।

সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।


এছাড়াও সরকার পক্ষের আনা এই বঙ্গ দিবস সংক্রান্ত প্রস্তাবের বিরোধিতা করতে দেখা যায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও। ১৬ই অক্টোবর দিনটিকে বাংলা দিবস করার পক্ষে বিধানসভায় সওয়াল করেন তিনি। তাঁর বক্তব্য, ওই দিনই বঙ্গভঙ্গ রদ হয়েছিল।


এদিন বিধানসভায় ১ বৈশাখকে বাংলা দিবস করার পক্ষে ভোট পড়ে ১৬৭ টি, এবং বিপক্ষে ভোট পড়ে ৬২ টি।ফলে ১ বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হওয়ার প্রস্তাব পাশ হয় বিধানসভায়।

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে প্রস্তাব পাশ করানো হলেও তা রাজ্যপালের অনুমোদন পাবে না বলেই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "একটা রাজনৈতিক দলের মাথায় বসে বলে দিলাম, করে দিলাম - এটা চলবে না। সবকিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। সবকিছু চাপিয়ে দিলে সহ্য করব না।"

রাজ্যপাল সই করবেন না , আমি বলছি রাজ্যপাল সই না করলেও কিছু আসে যায় না আমরা পালন করব। দেখব কার শক্তি বেশি, দেখি কার জোর বেশি। রাজ্যপাল পালন না করলে রাজ্য সরকার করবে।"


অধিবেশন শেষে 'বাংলার মাটি বাংলার জল' গানটি গাইলেন শাসক দলের বিধায়করা । সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।




দেবমাল্য ভট্টাচার্য







Kommentare


bottom of page