top of page

কমনওয়েলথ-এ রুপোর পর এবার পাখির চোখ সোনা , এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল



এশিয়ান গেমসে নয়া ইতিহাস স্থাপন করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকাপাকি করলেন হারমানপ্রীত কউররা।

এদিন টসে জেতার পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা। তবে ভারতের তেজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের প্লেয়াররা। মাত্র ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। ৪উইকেট নিয়েছেন শুধু ভাস্ট্রাকার-ই। বাংলাদেশের অধিনায়ক সুলতানা শুধুমাত্র 12 রান করি ব্যাক টু প্যাভিলিয়ন।


ভারতের এই জয় পদক আনার পাশাপাশি আনন্দে ভরিয়ে দিচ্ছে এই ১৪০কোটি ভারতবাসীকে। জয় হোক ভারতের।

Comentarios


bottom of page