top of page

এশিয়ান গেমসে রুপো ঘরে আনলো বংলার মেয়ে মেহুলি


এশিয়ান গেমসের থেকে প্রথম পদক পড়লো ভারতের ঝোলাতে। দলগত ভাবে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং এ ৩ ভারত কন্যা ঘরে নিয়ে এলো রুপো।যার মধ্যে অন্যতম হলো বংলার মেয়ে মেহুলি ঘোষ। মেহুলি ছাড়াও তার দলে ছিল অশি চোকসে ও রমিতা ক্লিঞ্চ।


বৈদ্যবাটিতে বাড়ি মেহুলির। মেয়ের সাফল্যে অতন্ত খুশি তার বাবা নিমাই ঘোষ ও মা মিতালী ঘোষ। পাড়ায় ও চলছে আনন্দ উৎসব। একটুর জন্য পদক হাতছারা হয় মেহুলির তার ব্যাক্তিগত ইভেন্টে। ফলে ফাইনালে চতুর্থ স্থানে প্রাপ্ত করে সে। মেহুলির পারফরমেন্সে খুবই খুশি তার পরিবার এর লোকেরা ।



ছোট থেকেই মেহুলির শুটিং এর ওপর টান ছিল। ছোট বেলাতে মেলাতে বেলুন ফাটিয়ে তার শুটিং ভালো লাগে আর তার প্রেম থেকে শুটিং এর পতি চাপে নেশা ও ভালোবাসা। প্রথম রাইফেল কিনে দিয়েছিলো তাকে তার দিদা মঞ্জুু পাল। সেই থেকে শুরু হয়ে মেহুলির শুটিং এর গল্প।


দেশের হয়ে বহু পদক ঘরে নিয়ে এসেছে মেহুলি। যেমন কমনওয়েলথে থেকে রুপো, ইয়ুথ অলিম্পিকের থেকে রুপো।মেহুলির পরবর্তী লক্ষ অলিম্পিক।

মেয়ের জেতার আসাতে সকাল থেকে টিভি র সামনে বসেছিল মেহুলির মা ও বাবা। মেয়ে কে বিজয়ী দেখে আনন্দের সীমা নাই তাঁদের। তবে মেয়ের সাথে এখন ও কথা হয়নি তোদের।

Comentarios


bottom of page