দেখতে দেখতে এশিয়া কাপ এগিয়ে চলেছে। আর সপ্তাহ খানেক পর এশিয়া কাপের ফাইনাল। আজ, এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচ।
কলম্বোতে বৃষ্টি থেমেছে আপাতত কিন্তু এখনি খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাত ১২ টা পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করা যাবে এমনটাই জানা গিয়েছে। রবিবার বৃষ্টির কারণে ম্যাচ না হলে পরের দিন বাকি অভারের খেলা হবে।
মাঠ পরিদর্শন অনেক্ষন ধরে চলছে ভারত চাই ম্যাচ টা রবিবারই শেষ করতে। রিজার্ভ ডে অবধি যেন না গড়ায়। কারণ মঙ্গলবার তাঁদের ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে।
ভারতীয় দলের ক্রিকেটারদের বক্তব্য, যদি ম্যাচ সোমবার এ হয় তবে তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পাবেনা পরের ম্যাচের জন্য।
দুই দলই খেলার জন্য ব্যাকুল । কিন্তু আম্পায়াররা মাঠ পরিদর্শন করে এখনো অনুমতি দিতে রাজি নন। বৃষ্টির কারণে মাঠে এখনও ক্ষত রয়েছে। যা থেকে প্লেয়ারদের চোট লাগার ঝুঁকি রয়েছে।সামনেই বিশ্বকাপ, মাঠকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
Comentários