top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

ফাইনালে প্রায় আধ ডজন খেলোয়ার বদল ভারতীয়দের, শেষমেষ এশিয়া কাপ কার ঘরে?




এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে গো হারান হারিয়ে শ্রীলঙ্কার মুখো-মুখি ভারত। তবে খেলতে নামার আগে আধ ডজন খেলোয়ার বদলে দিল টিম ইন্ডিয়া।


বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে অনেককেই বিশ্রাম দেওয়া হয়েছিল। রবিবার তাঁদের সকলকেই ফেরানো হল। অক্ষর পটেলের মাংসপেশিতে চোট থাকায় তাঁর বদলে এদিন নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে।


বিরাট কোহলি, যশপ্রীত বুমরা সহ বাংলাদেশের প্রায় পাঁচ জনকে বিশ্রাম দেওয়া হয়। কোহলী ও বুমরাহ ছাড়াও ও খেলেননি হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ। তাঁদের প্রত্যেককে ফেরানো হল এই ম্যাচে।


ফাইনালে ম্যাচে টসে হেরে গিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন,“টস জিতলে আমরাও প্রথমে ব্যাট করতাম। তবে আমরা যথেষ্ট আশাবাদী, শ্রীলঙ্কা যে রানই করুক, সেটা আমরা তাড়া করতে পারব। গত ম্যাচেও আমরা প্রায় জিতেই গিয়েছিলাম।”


আজকের নির্ধারিত সময়ের ৪০ মিনিট দেরিতে শুরু হল এশিয়া কাপের ফাইনাল। উল্লেখ্য, এই ম্যাচে কোনো ওভার কমানো হয়নি।


শেষ পাওয়া খবর বলছে, ভারতের হয়ে প্রথম ওভার বল করতে এসেছিলেন যশপ্রীত বুমরা। শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছেন কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। কিন্তু চিন্তার ভাঁজ শ্রীলঙ্কার কপালে। প্রথম ওভারের তৃতীয় বলেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। ক্যাচ আউট হলেন পাথুম নিশাঙ্কা।


উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারত। কিন্তু আজ শ্রীলঙ্কার মুখো-মুখি হলেও পাল্লা যে এ দেশের দিকেই ভারি সেই তা জানিয়েছে ওয়াকিবহল মহল।


এশিয়া কাপে ভারত মোট ৮ বার টি-টোয়েন্টি ফাইনালে ৫বার জয় লাভ করেছে। সেই সংখ্যা কী আরও এক দফা বাড়িয়ে দেবে রোহিত বাহিনী?


Commentaires


bottom of page