তীরে এসে তরি ডুবলো পাকিস্তানের। সেই সঙ্গে ভেস্তে গেল ‘ভারত-পাকিস্তান ফাইনাল’ দেখার শখ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিলেন শ্রীলঙ্কা।
দুটো উইকেট রেখেই পাকিস্তানের দেওয়া রান ২৫২ রানের লক্ষ্যে পৌঁছে গেল শ্রীলঙ্কা। রবিবার প্রেমদাসায় মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কা।
এখন প্রশ্ন হল পাকিস্তান বিদায় নেওয়ায় কতটা সুবিধা হল ভারতের?
পরিসংখ্যান অনুযায়ী, এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ উজ্জ্বল।
এখন অবধি সাত বার এশিয়া কাপে জিতেছে ভারত। অন্যদিকে, শ্রীলঙ্কার রেকর্ড ছয় বার। এর মধ্যে দুবার প্রতিপক্ষ ছিল ভারত।
তবে এই মুহূর্তে, শ্রীলঙ্কা রয়েছে ফুল ফর্মে। তবে ১৩টি ম্যাচ অপরাজিত থাকার পর ভারতের কাছেই হারতে হয়েছে তাঁদের।
এবার শেষ হাসি কে হাসবে?
Comments