top of page

সবচেয়ে বেশি বরাত পেয়েও কেন আটকে ৬১টি রেলপ্রকল্প? মমতাকে চিঠি অশ্বিনী বৈষ্ণবের

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


বাংলার জমি অধিগ্রহণ সমস্যা আজকের নয়। এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বললেন, রাজ্যের জমি জটের কারনে বাংলার ৬১টি প্রকল্পের ভবিষ্যত অনিশ্চিত হয়ে আছে। তাই রেলমন্ত্রক চাইলেও কাজ করতে পারছে না। মুখ্যমন্ত্রী যেন নিজে দায়িত্ব নিয়ে জমি জটের সমস্যার সমাধান করেন।



মমতাকে দেওয়া চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন,পশ্চিমবঙ্গে রেলের পরিকাঠামো তৈরিতে ৫০,৯১৫ কোটি টাকার কাজ চলছে। চলতি আর্থিক বছরের বাজেটে রাজ্যের জন্য ১১৯৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখনও অবধি এই অঙ্ক সর্বাধিক।


অথচ দেখা যাচ্ছে, অনুমোদিত রেলপ্রকল্পের মধ্যে বহু প্রকল্পের কাজ জমি অধিগ্রহণের জন্য আটকে আছে। তারকেশ্বর-ধনেখালি, আরামবাগ-চাঁপাডাঙ্গা, তারকেশ্বর-মগরা, কাটোয়া-মন্তেশ্বর, ডানকুনি-ফুরফুরাশরিফ, আমতা-বাগনান, কাঁথি-এগরা, বাঁকুড়া-মুকুটমণিপুর ইত্যাদি জায়গাগুলি বিদ্ধ রয়েছে জমি জটে।





পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণ একটি স্পর্শকাতর বিষয়। তবে প্রকল্প যখন রেল তখন কোনো বাধাই নেই। আইন অনুযায়ী, এ ক্ষেত্রে যাদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিলেই হবে। অনেক সময় দেখা যায় জমি অধিগ্রহনের ক্ষেত্রে রাজনৈতিক বাধা আসছে। এই সব ক্ষেত্রে রাজ্য সরকারের হস্তক্ষেপ তাই একান্ত ভাবে কাম্য।

Comments


bottom of page