ওয়ার্ড শিক্ষা ও স্বাস্থ্য কমিটির লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ আসানসোল পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কমিটির সম্পাদক তথা তৃণমূল নেতা এবং আসানসোল রেলপার বাবুতলার কাজী নজরুল মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলম কাদরীর বিরুদ্ধে।
অভিযোগটি করেন আসানসোল পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলোর তথা ওয়ার্ড শিক্ষা ও স্বাস্থ্য কমিটির সভাপতি সি কে রেশমা।
কাউন্সিলর সি কে রেশমা বলেন ইতিমধ্যেই তিনি এই বিষয়টি প্রাইমারি স্কুল ইন্সপেক্টর সন্দীপ কোনরা ও আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন। তিনি বলেন, "বিশ্বাস করে কমিটির সম্পাদক প্রধান শিক্ষক কাদরী স্যারের কাছে ব্যাঙ্কের পাসবুক এবং চেকবুক দিয়েছিলাম। যে টাকার অঙ্ক কাদরী স্যার লিখে নিয়ে আসতেন তা দেখে সই করে দিতাম। কাদরী স্যার পরে টাকার অঙ্কের আগে আরেকটি সংখ্যা লিখে লক্ষ লক্ষ টাকা তিনি ব্যাংক থেকে তুলে নিয়েছেন।কাদরী স্যারের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ করেছি।"
তিনি আরো জানান, "কাদরী স্যার একবার ছত্রিশ হাজার ২৫০ টাকার চেক এনে সই করিয়েছিলেন , পরে কাদরী স্যার জালিয়াতি করে ঐ টাকার অংকের আগে ২ লিখে 2 লক্ষের বেশি টাকা তুলে নিয়েছেন। আরেকবার ৯ হাজার টাকা তোলার চেক-এ সই করিয়ে নয়ের আগে দুই বসিয়ে সেই টাকাও হাতিয়ে নিয়েছে বলে ব্যাঙ্ক মারফত জানতে পেরেছি।"
এই ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Comments