top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

উৎসবের মরশুমেও ছুটি থাকবে না বিদ্যুৎ দফতরের কর্মীদের


বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন এবং স্বাভাবিক রাখতে তৎপর রাজ্যের বিদ্যুৎ দফতর। এবার পুজোয় বিদ্যুতের চাহিদা নাকি ছাড়িয়ে যাবে ১০০০ মেগাওয়াট।


আর তাই জন্যই পুজোর দিনগুলিতে ছুটি বাতিল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। যাবতীয় মেরামতির কাজ এ মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস।


এদিন মন্ত্রী জানান,মুখ্যমন্ত্রী নির্দেশ মেনেই রাজ্যের পুজো কমিটিগুলিকে ৬৬ শতাংশ বিদ্যুতের ছাড় দেবে সরকার। মন্ত্রী অরুপ বিশ্বাস এদিন পুজো কমিটিগুলির কাছে অনুরোধ করেন পুজো মণ্ডপে যাতে পাইপ ওয়ারিং করা হয়। বিদ্যুতের তার যাতে এদিক-ওদিক ছড়িয়ে না থাকে।


বাধ্যতামূলক না হলেও পুজো মণ্ডপ গুলিতে লাইসেন্স প্রাপ্ত কন্টাক্টারদের দিয়েই বিদ্যুতের কাজ করানো হয়।


প্রতি বছরের মত এবছরও পুজোর দিনগুলিতে জরুরি প্রয়োজনে খোলা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুম। যোগাযোগের নম্বর ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪।


একই সঙ্গে সিএসই পুজোর বিশেষ নাম্বার ১৮ই সেপ্টেম্বর থেকে চালু থাকবে ৯৮৩১০৭৯৬৬৬/৯৮৩১০৮৩৭০০।


পুজোর দিনে ১০০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন থাকবে। পিডিসিএল এর 17 টি ইউনিটি কাজ করবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী।

Comments


bottom of page