অনন্তনাগে সেনাকর্তা এবং পুলিশ কর্তার মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Ruchika Mukherjee, WTN
- Sep 14, 2023
- 1 min read

বুধবার রাতে কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি এলাকায় আতঙ্কবাদীদের হামলায় এক ভারতীয় সামরিক বাহিনীর পদাধিকর্তা এবং কাশ্মীর পুলিসের এক অধিকর্তার মৃত্যু ঘটে। এই ঘটনায় সকলেই শোকাহত।
মমতা ব্যানার্জী এক্স (টুইটার)-এ নিজের হ্যান্ডেলে শোক প্রকাশ করে জানিয়েছেন, "জম্মু কাশ্মীরের অনন্তনাগ এনকাউন্টারে আমাদের সাহসী বীর সেনানীদের প্রানহানিতে গভীর ভাবে শোকাহত। তাঁদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। আমাদের সাহসীদের আত্মা শান্তিতে থাকুক।"
মুখ্যমন্ত্রীর সাথে আরও অনেকেই টুইট করেন। উমর আবদুল্লাহ, প্রবীণ কাশ্মীর রাজনীতিবিদ গুলাম নবী আজাদও শোক প্রকাশ করেন। তাঁদের পরিবারএর সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
দক্ষিন কাশ্মীরের কোকেরনাগ এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে ডিওয়াইএসপি হুমায়ুন ভাট সহ মেজর আশিস ধনক এবং কর্নেল মনপ্রিত সিং প্রাণ হারান।
Comments