অর্জুন কাপুর এবং কুশা কপিলার ডেটিং এর গুজব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
- Ruchika Mukherjee, WTN
- Sep 7, 2023
- 1 min read
অর্জুন কাপুরের সঙ্গে ডেটিং করছেন কুশা কপিলা। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে যায়। এর ফলে 'জওয়ান'-এর পাশাপাশি এই মুহূর্তে কুশা কপিলা খবরের শিরোনামে।

এই সোশ্যাল মিডিয়া খ্যাত অভিনেত্রী বর্তমানে তাঁর অভিনীত 'সুখী' ছবিটির প্রচারে ব্যস্ত। জুম্ এর সাথে একটি সাক্ষাৎকারে, অভিনেত্রীকে তাঁর ইনস্টাগ্রাম সম্প্রচার বার্তা সম্পর্কে প্রশ্ন করা হয় যে, এই গুজবগুলো নিয়ে তিনি কী মনে করছেন।
এই প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, "সত্যি বলতে কি, কোনো প্রতিক্রিয়া জানিয়ে আমি এই গল্পটিকে মর্যাদা দিতে চাই না।"
কুশা কপিলা এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে ইন্টারনেটে গুজব ছড়ানো শুরু হয় করণ জোহরের পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর।
তার কিছু দিন আগে কুশা কপিলা নিজের ইনস্টাগ্রাম এ সব গুজব উড়িয়ে দিয়ে লিখেছিলেন "রোজ আপনে বারে মে ইতনি বাকওয়াস পড় কর মুঝে আপনা খুদ এক আনুষ্ঠানিক পরিচয় করওয়ানা পড়েগা।'
তিনি আরও লিখেছেন, "আমি যতবার পড়ি আমি ততবার নিজেই আশা করি এবং প্রার্থনা করি কি মেরি মমি না পড় লে"।
ব্যাক টু ব্যাক প্রজেক্ট নিয়ে পেশাগতভাবে সবচেয়ে ব্যস্ততম বছরগুলোর মধ্যে একটি পার করছেন তিনি। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে কে এই বছরের শুরুর দিকে অক্ষয় কুমার-ইমরান হাশমি অভিনীত 'সেলফি'-তে দেখা গিয়েছিল।
তাঁর অভিনীত 'সুখী' এবং 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'-এর মতো ছবিগুলি মুক্তির অপেক্ষায়।
অন্যদিকে অর্জুন কাপুর অভিনীত 'মেরি পত্নী কা রিমেক' এবং 'দ্য লেডি কিলার' মুক্তি পাবে শীঘ্রই।
Comentarios