top of page

বর্ষাকে কী এখনই বিদায় জানাচ্ছি? কী জানাচ্ছে আবহাওয়া দফতর


দক্ষিণবঙ্গ উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস।বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল থাকবে।কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে।


নিম্নচাপ মূলত ঝাড়খন্ডে অবস্থান করছে। নিম্নচাপের কারণে বৃষ্টির প্রভাব বাংলায় দেখা যাচ্ছে।মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে।


কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৯.১ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

Comments


bottom of page