top of page

মন্ত্রী ভর্তি তাই অ্যাপোলো হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না রোগীর আত্মীয়দের , চরম উত্তেজনা



অ্যাপোলো হাসপাতালে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের লোকেদের ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। যার জেরে ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ মানুষ। এই হসপিটালে মন্ত্রী ভর্তি রয়েছেন বলে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মন্ত্রী এডমিট রয়েছেন বলেই হাই সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছে। যার জন্য রোগীর পরিবারদের হসপিটালে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছে।



প্রত্যেকটি রোগীর বাড়ির লোকেরা অ্যাপোলো হসপিটালের এই কান্ড দেখে ক্ষিপ্ত হয়ে আছেন। অ্যাপোলো হাসপাতালে এই মুহূর্তে কি এমন চলছে যার জন্য তাদেরকে এই অবস্থায় পড়তে হয়েছে।



একজন রোগীর বাড়ির লোক জানালেন, সিকিউরিটি গার্ডরা তাদের হসপিটালে ঢুকতে দিচ্ছেন না। তাদের হসপিটালে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, এখন তাদের ঢুকতে দেওয়া যাবে না।

তারপর অনেকক্ষণ পরে তাদের ঢুকতে দেওয়া হলে তখন তারা হসপিটালে ঢুকতে পান।



আরেকজন রোগীর বাড়ির লোকেরা ক্ষিপ্ত হয়ে রয়েছে। তাদের বাড়ির লোক এই হসপিটালে ভর্তি আছেন কিন্তু তাকে দেখতে যেতে দেওয়া হচ্ছে না। বার বার তাদের হাসপাতালে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছে। সেই নিয়েই রোগীদের বাড়ির লোকেরা অসন্তোষ প্রকাশ করেছেন।



আরো একজন রোগীর বাড়ির লোক জানালেন, তার ভাইজি কয়েকদিন আগেই এই হসপিটালে ভর্তি হয়েছেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। অকারণে তাকে দীর্ঘক্ষন বসিয়ে রাখা হয়েছিল। তারপর তিনদিন আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মহিলার স্বামীও ভর্তি ছিলেন এই হাসপাতালেই।

কী চলছে এই হাসপাতালে? কেনই বা এইসব করা হচ্ছে? তার জবাব চান সেই রোগীর বাড়ির লোক। তাদের অভিযোগ, এই হসপিটালে কি এমন চলছে যার জন্য তারা এই পরিস্থিতির মুখে পড়েছেন। অহেতুক তাদের কেন এইভাবে হেনস্তা করা হচ্ছে।



একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করা হয় যে, কেন এইরকম ভাবে রোগীর বাড়ির লোকেদের ঢুকতে দেওয়া হচ্ছে না? এই হসপিটালে মন্ত্রী ভর্তি আছেন বলে কি সাধারন মানুষরা এন্ট্রি পাবেন না কেন? সাধারণ মানুষদের কেন এইভাবে হেনস্তা করা হচ্ছে?

জবাব জানতে চাওয়ায় তিনি কোনো উত্তর দেননি।



হসপিটালে রোগীর পরিবারদের ঢুকতে না দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের লোকেরা বিক্ষোভ প্রকাশ করেছেন।

Comentários


bottom of page