top of page

গরু পাচার কান্ডের নয়া শিকার কেষ্ট ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ


এইবার গরু পাচার মামলায় কেষ্ট বাবুর ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকে তলব করল সিবিআই। আগামীকাল হাজিরা দেওয়ার হুকুম জারি করা হয়েছে।



গত সাতই মার্চ অনুব্রত মন্ডলকে আসানসোল জেল থেকে কলকাতা আনার পথে কৃপাময় ঘোষ সহ আরো তিনজনের সঙ্গে প্রাতঃরাশ সারেন কেষ্ট বাবু এবং পুলিশী পাহারায় কিছু কিছুক্ষণ বাকবিনিময়ও হয় তাদের মধ্যে।


গত মার্চের মাঝামাঝি গরু পাচার মামলায় আরো তিনজনের পাশাপাশি কৃপাময় এবং অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার গাড়িচালককেও দিল্লিতে তলব করা হয়।

গত ৭ই মার্চ অনুব্রত মণ্ডলের সঙ্গে কৃপাময় ঘোষ, গাড়িচালক তুফান মিদ্যা এবং বিজয়ের প্রাতঃরাশ এবং সাক্ষাৎকারের পর তাদের ডাক পাঠানো হয় ব্যাংক অ্যাকাউন্ট এবং হিসেব সংক্রান্ত তথ্য উদ্ধার করার জন্য । কারণ তদন্তসূত্রের খবর যে বিভিন্ন সময় অর্থ লেনদেনের ক্ষেত্রে ওই তিনজনের অ্যাকাউন্ট ব্যবহৃত হয়েছে। উক্ত সময়েই সুকন্যাকেও হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয় তবে তিনি উপস্থিত না হয়ে দফায় দফায় সময় চেয়ে নেন।


পরবর্তী ক্ষেত্রে গরু পাঁচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়েকেও গ্রেফতার করা হলে তাকে কিছুদিন আসানসোল জেলে রাখা হয়। কিন্তু তাতে তিনি ছাড়া পেয়ে গেলে তাকে প্রভাবশালী তকমা দেওয়া হয়।


এর আগে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারিকে পালায় পালায় ডেকে পাঠানো হয়। তিনি কেষ্ট বাবুর সমস্ত আর্থিক লেনদেনের খুঁটিনাটি খবর জানতেন । এবং তিনি আফসোস করে বলেন, "অনুব্রত বাবুর অ্যাকাউন্টেন্ট হওয়ায় তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে।"



Comentarios


bottom of page