top of page

পিছিয়ে গেল অনুব্রতর জামিনের শুনানি, তেইশের পুজো কী কাটাবেন তিহাড়ে?

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


আবারও সুপ্রিমকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি। এর আগে গরু পাচার মামলায় জামিনের আবেদন চেয়ে নিম্ন আদালত এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। কিন্তু দুই আদালতই খারিজ করে জামিনের আবেদন।


প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মন্ডলও। বাবা-মেয়ে দুজনেই এই মুহূর্তে বন্দি দিল্লির তিহার জেলে।


গ্রেফতারির পর থেকে বিভিন্ন সময়ে জামিনের আবেদন করছিলেন অনুব্রত মণ্ডল। জামিনের আবেদন করছিলেন তাঁর মেয়ে সুকন্যাও। কিন্তু প্রত্যেকবারেই তাঁদের সমস্ত আর্জি খারিজ হয়ে যায়। এবার মামলার পরবর্তী শুনানি হবে হবে আগামী শুক্রবার। ফলে এবার পুজো তাঁর তিহারেই কাটবে কিনা তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।


Commentaires


bottom of page