ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ অবশেষে ফিরলো মহিষাদলে তাঁর বাড়িতে। কাজে গিয়ে গুজরাতে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। অনেক টানাটানির পর শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপেই আজ মহিষাদলের মধ্যহিংলিতে ফিরিয়ে আনা হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ।
মৃতের নাম সুব্রত দাস । ৩৭ বছর বয়সেই তার মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি মহিষাদলের মধ্যহিংলি এলাকায়। মাস ছয়েক আগেই তিনি সুইপারের কাজ পেয়ে গুজরাটে যান। তিনদিন আগেই তাঁর মৃত্যু সংবাদ আসে বাড়িতে।
প্রথমে কোম্পানির তরফে দেহ মহিষাদলে পাঠানোর কথা বলা হয়েছিল। পরে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। মৃতের পরিবারকে নিজেদের খরচে গুজরাট থেকে দেহ নিয়ে আসতে বলে।
পরিবার জানায়, এত টাকা খরচ করার সামর্থ তাদের নেই। এরপরই পরিযায়ী শ্রমিকের দেহ বাড়ি ফেরানো নিয়ে টানাপোড়েন শুরু হয়। শেষমেশ মঙ্গলবার দুপুর নাগাদ মধ্যহিংলীতে তাঁর বাড়িতে প্রশাসনের হস্তক্ষেপে ফিরলো দেহ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহিষাদল এলাকায়।
留言