top of page

ব্যারাকপুরের পর খড়্গপুরে সোনার দোকানে ডাকাতি, আহত ২


আজ ২৯শে সেপ্টেম্বর, সকালে ১১টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোলবাজার জনবহুল এলাকায় একটি সোনার দোকানে ঘটে গেল ডাকাতি।


জানা গিয়েছে, চার জন দুষ্কৃতি কিছু জিনিস কেনার ছল করে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে পড়ে। সোনা দোকানের মালিক নাম আসিস দত্তকে বুকে গুলি মারে। দোকানের এক কর্মচারীর হাতে চাকু মারে।


আহত দুইজনকে এলাকার লোকেরা দ্রুত খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।


তবে কতটা পরিমাণ চুরি হয়েছে কোন খবর পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। সত্যিই কি এই ৪জন চুরি করতে এসছিল নাকি খুন করতে? এই প্রশ্ন উটেছে এসেছে।


জনবহুল এলাকায় এই ২জনই আহত হয়েছে বলে জানা যাচ্ছে আরো কেউ আহত হয়েছে কিনা তার কোন খবর পাওয়া যায়নি। এই চারজন সকালেই কেন এই সোনার দোকানে হামলা করল? এই বিষয় পুলিশ তদন্ত শুরু করেছে।


অন্য একটি ঘটনায়, শনিবার মধ্যরাতে উত্তর ২৪-পরগনার বনগাঁর কাছে বাটার মোড়ে একটি জুয়েলারি শোরুমে ডাকাতদের একটি দল অভিযান চালিয়ে ২৫লক্ষ টাকার সোনার অলঙ্কার লুট করে নিয়ে যায়।


দোকানের মালিক রঞ্জিত দত্ত বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগ, গুণ্ডারা শাটার ভেঙে তাঁর দোকানের কলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তিনি দাবি করেন, ডাকাতরা ২৫ লাখ টাকার সোনা ও রূপার গয়না নিয়ে গেছে।


আরো একটি ডাকাতির ঘটনা ঘটে রবিবার ভোরে। ডাকাতদের দল উত্তর ২৪-পরগনার টিটাগড়ের কাছে ব্যারাকপুর রাশমনি ঘাটে একটি বাড়িতে হানা দিয়েছে এবং সোনার অলঙ্কার এবং নগদ ৬ লক্ষ টাকা নিয়ে ফেলেছে।


পুলিশ ডাকাতদের খুঁজছে। পুলিশ জানিয়েছে, নয়জন মুখোশধারী ও সশস্ত্র লোক সকাল আড়াইটার দিকে বিধবা মিনাতি গুপ্তার বাড়িতে হানা দেয়। দলটি বাড়ির প্রধান দরজা ভেঙে একটি ঘরে ঢুকে পড়ে যেখানে মিনাতি এবং তার দুই ছেলে রাজেশ ও দিনেশ ঘুমিয়ে ছিল।


পরিবারটি রাশমনি মার্কেট কমপ্লেক্সে ইমিটেশন জুয়েলারি ব্যবসা চালায়। সম্প্রতি, তারা তাদের সম্পত্তির একটি অংশ বিক্রি করে ৭৫,০০০টাকা পেয়েছে যা বাড়ির একটি আলমিরায় রাখা ছিল। ডাকাত দল তাদের খুনের হুমকি দেয় যদি তারা পুলিশকে ফোন করে, পালিয়ে যাওয়ার আগে আলমারি থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।


এমনটা কি সম্ভব যে, একটাই ডাকাতের দল বিশাল এলাকা জুড়ে ডাকাতি করেছে? ডাকাতির সময়গুলির মিল কি একেবারেই সমাপতন? ব্যারাকপুরেও ভোররাতে ডাকাতি হয় ঠিক সোনার দোকানে আর খড়গপুরেও ঠিক সকালেই ডাকাতি হয় সোনার দোকানেই।

Comentarios


bottom of page