top of page

নরেন্দ্রপুর যুবক খুনে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

নরেন্দ্রপুর যুবক খুনে বিনয়কৃষ্ণ চৌধুরী নামে আরও একজন গ্রেফতার। আসল বাড়ি কুলতলির সানকিজাহান কলোনিতে। ধৃত বোয়ালিয়া এলাকায় ভাড়া থাকত।


আরেক ধৃত অভিজিৎ নস্করের সাথে তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল। মুলত টিপারের কাজ করেছিল বিনয়। তাকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ।


১৪ই আগষ্ট বাড়ির সামনেই খুন হন সাহিদ মণ্ডল। এই ঘটনায় গতকাল কুলতলি থেকে একজনকে গ্রেফতার করা হয়। আরও একজন এই ঘটনায় যুক্ত। অন্য একটি ছিনতাইয়ের মামলায় নরেন্দ্রপুর থানায় পুলিশ হেফাজতে আছে। তাকে সোমবার এই ঘটনায় গ্রেফতার দেখিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।

Commentaires


bottom of page