top of page

ফিল্টার চেম্বার ও শো পিট অসম্পূর্ণ! ঝুঁকি নিয়ে কাজ চালাতে হিমশিম অঙ্গন‌ওয়াড়ির শিক্ষিকারা

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

জলের ফিল্টার চেম্বার ও শো পিটের কাজ অসম্পূর্ণ! অত্যন্ত ঝুঁকির সঙ্গে অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্র চালাচ্ছেন শিক্ষিকা।


অসম্পূর্ণ কাজের অভিযোগ উঠল ঠিকাদারি এজেন্সির বিরুদ্ধে। দার্জিলিং জেলার খড়িবাড়ির গুরুদয়াল জোত আইসিডিএস কেন্দ্রে ফিল্টার চেম্বার ও শো পিটের কাজ অসম্পূর্ণ রেখে কাজ বন্ধ করার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে।


শো পিটে পাকা রিং বসিয়ে মাটি ভরাট না করেই কাজ শেষ করেছে বলে ঠিকাদারি এজেন্সির অভিযোগ। খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ২১ হাজার টাকায় শো পিটের কাজের বরাদ্দ পায় এক ঠিকাদারি এজেন্সি। কাজ সঠিকভাবে না করে কাজ বন্ধ করে এজেন্সি বলে অভিযোগ।


রিংয়ের মাটি ভরাট না করে শিশুদের সেখানে যথেষ্ট ঝুঁকি নিয়ে কেন্দ্র পরিচালনা করে হিমসিম খেতে হয় অঙ্গন‌ওয়াড়ি শিক্ষিকারা।


তবে বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজের মান খতিয়ে দেখার আশ্বাস দেন খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা।


নিম্নমানের কাজ হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান।





(Ruchika)

Comments


bottom of page