অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। বিশাখাপত্তনম থেকে রওনা হওয়া ট্রেনটির রায়াগাদা যাওয়ার কথা ছিল। কতগুলি বগি লাইনচ্যুত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠিয়েছে রেল। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তে নেমেছে রেল।
রেল সূত্রে খবর, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। কতগুলি বগি লাইনচ্য়ুত হয়েছে, তা এখনও জানা যায়নি। কী ভাবে ট্রেনটি লাইনচ্যুত হল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
চলতি মাসের গোড়ায় বিহারের বক্সার জেলায় লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারান চার জন যাত্রী। ট্রেনটি অসমের কামাখ্যায় যাচ্ছিল। যাত্রাপথে রঘুনাথপুর স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় সেটি। যাতে আহত হন কমপক্ষে ৭০ জন যাত্রী।
Comments