top of page

"যেখানে মানুষ বেতন পাচ্ছেন না, পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!’’ ৭০ হাজারের অনুদান প্রসঙ্গে বিচারপতি






একদিকে চাকরিপ্রার্থীদের হাহাকার, বয়স্ক পেনশন প্রার্থীদের চোখের জল আর অন্য দিকে ৭০ হাজারের পুজো অনুদান। শুক্রবার বিচারপতি অমৃতার সিংহ মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন।


দুর্গাপুজোর জন্য অনুদান চেয়ে তমলুক পুরসভার কাছে অনুমতি চেয়েছিল তমলুকেরএকটি ক্লাব। অনুমতি দেয়নি পুরসভা। এই বিষয় নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করে ওই ক্লাব।

শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন তমলুক পুরসভার অধীনে ক’টা পুজো হয়? রাজ্যের আইনজীবী জানান, ৫০টার মতো পুজো হয়।


বিচারপতির পরবর্তী প্রশ্ন , ‘‘সব পুজো কমিটি কি ৭০ হাজার টাকা পাবে?’’ রাজ্যের আইনজীবী জানান, সকলে পায় না। যে সব ক্লাব রাজ্যে নথিভুক্ত রয়েছে, শুধু তারা এই অনুদান পায়।


বিচারপতি জানান, গত বছর ওই পুজোর অনুমিত ছিল। তবে এ বছর তা আটকানো হচ্ছে কেন ।


বিচারপতি অমৃতা সিংহ বলেন, ‘‘আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছে না। আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!’’



মামলা শেষে বিচারপতি পুজো কমিটির উদ্দেশ্যে বলেন, ‘‘জেলাশাসকের দফতরে পুজো নিয়ে বৈঠকে হবে। সেখানে যান। কী বলেন, দেখুন।’

Comments


bottom of page