আমেরিকার বন্দুকবাজ রবার্ট কার্ডের মৃত্যুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল গভর্নর জানেট মিলস। তিনি বললেন,আজ তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এটি জেনে, রবার্ট কার্ড আর কারো জন্য হুমকি নয়। আমেরিকার বাসিন্দারা এখন নিরাপদ।
গত বুধবার সন্ধ্যেবেলায় আমেরিকার মেন প্রদেশের লুইস্টন শহরের দুটি জায়গায় গুলি চালিয়ে ১৮ জনকে মেরে ফেলেছে। তার বন্ধুকের হামলায় ১৩ জন অন্তত আহত হয়েছেন। সেই হামলার পর দুদিন কেটে যায় । তারপরও সেই বন্ধুকবাজকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গত বুধবার হামলা চালানোর পর থেকেই নিখোঁজ ৪০ বছরের ওই ব্যক্তি। ইতিমধ্যেই অনেক জায়গা থেকেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বেশ কিছু ধারায় খুনের মামলা যোগ হয়েছে তার নামে। কিন্তু তাকে খুঁজে পাওয়া অনেকটাই কঠিন বলে মনে করছেন পুলিশ কর্তারা। তার কারণ,অভিযুক্ত রবার্ট কার্ড আমেরিকান সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। পুলিশের বক্তব্য সে নিজেকে লুকিয়ে রাখার জন্য অনেক ধরনের কারসাজি জানে। এর পাশাপাশি রবার্ট কার্ড একজন আগ্নেয়াস্ত্র প্রশিক্ষকও। ফলে যতক্ষণ পর্যন্ত তাকে খুঁজে না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আরও খুনের আশঙ্কা রয়েছে। পুলিশের ধারণা, তার কাছে এখনো পর্যন্ত অনেক আগ্নেয়াস্ত্র থাকতে পারে। সেখানকার বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে।
পুলিশ রবার্ট কার্ডের খোঁজে তল্লাশি চালাচ্ছে মেন প্রদেশের ৭০০ বর্গমাইল এলাকা জুড়ে। রবার্ট কার্ডের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে অনেক আগেই। শনিবার সকালে উদ্ধার করা হয়েছে তার গাড়িটিও। বর্তমান সময়ে পুলিশকে অনেকটাই সাহায্য করে মোবাইল ফোনের লোকেশন দিয়ে যেকোনো অভিযুক্তকে তদন্তে ধরতে। পুলিশকর্তাদের দাবি, কার্ডের সঙ্গে নিজের মোবাইল ফোনটি সঙ্গে না থাকায় তাকে ধরতে আরও বেশি মুশকিল হবে। পুলিশকর্তাদের দাবি তাকে যাতে ফোনের লোকেশন ধরে ধরা যাতে না যায়,তাই জন্য ইচ্ছে করে ফোনটি ফেলে গিয়েছে সেই বন্দুক বাজ রবার্ট কার্ড।
এরপর শনিবার জানা যায় রবার্ট কার্ডের মৃত্যুর কথা। পুলিশ কর্তারা খুঁজে পায় তার মৃতদেহ
Comments