top of page

উত্তর কোরিয়ায় পুতিনকে ঘিরে ব্যাপক উন্মাদনা

দীর্ঘ ২৪ বছর পর উত্তর কোরিয়ায় সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে তিনি সফররত দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছন।


বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পুতিনের অপেক্ষায় তিনি এত রাতেও পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে ছিলেন।


বিবিসির খবরে বলা হয়েছে, পুতিনের জন্য ব্যাপক অভ্যর্থনার আয়োজন করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং পর্যন্ত রাস্তায় ছিল জনতার ঢল। রাস্তার দু’ধারে দাঁড়ানো লাখো জনতা। এছাড়া ভবনের ছাদ থেকেও তাদের হাত দোলাতে দেখা গেছে। কিছু মানুষের হাতে ফুল এবং রাশিয়া ও উত্তর কোরিয়া পতাকা দেখা গেছে।


এছাড়া কিছু মানুষকে ছাতা এবং টুপি দোলাতে দেখা গেছে। গরমের তাপ থেকে বাঁচতে লোকজনকে গাছের নিচেও দাঁড়াতে গেছে।


পুতিনের সঙ্গে সফরে দেশটির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি প্রতিনিধিদল রয়েছে। এসব ব্যক্তির মধ্যে রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্বালানিবিষয়ক প্রধান উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে। গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা হয়েছে, সেগুলো বিবেচনায় রেখেই এই চুক্তি সই করা হবে। তবে এ চুক্তি সরাসরি কোনো দেশকে লক্ষ্য করে করা হচ্ছে না।


Comments


bottom of page