top of page

পরিণীতি চোপড়া এবং রাঘবের বিয়ের মেনুতে কী-কী থাকছে?

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

রাজস্থানের একটি সুন্দর শহর উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার বিয়ে। তাঁরা ২৩ সেপ্টেম্বর উদয়পুরে যাবেন। সেখানে দ্য লীলা প্যালেসে বিয়ের অনুষ্ঠান পরিণীতি রাঘবের।


তোড়জোড় শুরু হয়েছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠানের। ১৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় পারিবারিক কীর্তন। পরিবারের সদস্য এবং নিকটতম মানুষরাই অংশ নেবেন সেই অনুষ্ঠানে।


দিল্লিতে দুই পরিবারের আয়োজিত ক্রিকেট ম্যাচ হয়ে যাওয়ার পর রাজস্থানের উদ্দেশে রওনা দেবেন ২৩ সেপ্টেম্বর পরিণীতি ও রাঘব এবং তাঁদের পরিবার।


বিয়ের প্রতিদিনই হবে বিলাসবহুল হোটেলে খাওয়া দাওয়া পরিণীতির বাড়ির সদস্যদের। তবে, কিছু নিয়ম ভাঙা হচ্ছে এই বিয়েতে। যেমন, ঘোড়ার পিঠে চেপে নয়, পরিণীতিকে বিয়ে করতে নৌকোয় আসবেন রাঘব। এমনটাই নাকি ছিল পাঞ্জাবীদের বহু প্রাচীন প্রথা।


বিয়েবাড়ির খাদ্যতালিকায় কী-কী থাকবে, তাও জানা গিয়েছে। শোনা যাচ্ছে, বিয়েতে থাকছে বেশ কিছু পাঞ্জাবী এবং রাজস্থানী খাবার।


পরিণীতির বিয়েতে বিদেশ থেকে এসেছেন তাঁর দিদি মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। এসেছে প্রিয়াঙ্কার কন্যা একরত্তি মালতিও। কিন্তু আসেননি স্বামী নিক। শালির বিয়েতে তিনি থাকছেন না। এর কারণ, জোনাস ভাইদের সঙ্গে বিশ্বের নানা দেশে অনুষ্ঠানে ব্যস্ত আছেন।

Kommentarer


bottom of page