top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

পেট নয়! খাবার খেয়ে 'মন' ভরায় জেন-জি, বলছে গবেষণা



দুপুরবেলা একসঙ্গে বেড়িয়ে ব্রাঞ্চ। মানে, লাঞ্চ ব্রেকফাস্ট মিলেঝুলে একাকার। 'জেন-জি'রা

মজে থাকে পিৎজা, বার্গার বা ফ্রেন্ড ফ্রাইয়ে। আধা ভারতীয়, আধা বিদেশী মেলবন্ধনে 'অদ্ভুত' সব খাবারে পেট ভরায় জেন-জি। সমীক্ষা বলছে, ১৩ থেকে ১৯ এই বয়সের ছেলেমেয়েরা খাবার বিষয় বেশ মুডি। পেট ভরানো খাবারের থেকে মন ভরানো খাবারের দিকেই বেশি ঝোঁক তাদের।


তাই খিদে পেলেই মনপসন্দ খাবারে কামড় বসাতে এই জেনারেশন হাতে তুলে নেয় মুঠোফোন। কয়েকটা টাচেই সামনে হাজির পিৎজা, বার্গার আরও কত রকমারি মুখরোচক। তার সঙ্গে রেডিমেড ফুডের জনপ্রিয়তাতো আছেই। গবেষণা বলছে রেডিমেড ফুড প্রভাবিত করে সুষম খাবারের অভ্যাসকে। সময় এবং পরিশ্রম বাঁচাতে রেডিমেড ফুডের উপরই নির্ভর করছে আজকের জেনারেশন। যা শরীরে সঠিক পুষ্টি জোগাতে ব্যর্থ হচ্ছে।

Comments


bottom of page