প্রতিনিধিত্বমূলক ছবি
ঝাড়খন্ডের বাসিন্দা রুবী কুমারী সোনারপুর একটি গেঞ্জির কারখানায় কাজ করেন। বিগত ৪ দিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন ৷ বমি, কাশী সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর৷
পুলিশ ও কারখানার অন্যান্য শ্রমিকদের সুত্রে জানা গিয়েছে, তিনি বারবার ছুটির কথা জানালেও তাকে ছুটি দেওয়া হয়নি ৷ এমনকি চিকিৎসাও করানো হয়নি বলে এই অভিযোগ ৷
অসুস্থতার মধ্যেও তাকে কাজ করানো হয় বলে অভিযোগ করেছেন রুবি কুমারীর সহকর্মী সঙ্গীতা কুমারী ৷ কারখানারই হোস্টেলে থাকতেন তিনি ৷ তার চিকিৎসা না করিয়ে তাকে নার্সরুমে অকারণ রাখা হয় বলেও শ্রমিকদের অভিযোগ ৷
এরপর রুবি কুমারীর মৃত্যু ঘটনার পর কারখানায় শুরু হয়েছে চাঞ্চল্য। তবে শুধু রুবি কুমারী অসুস্থ ছিল, তা নয়। আরও ১২ জন মহিলা শ্রমিকও অসুস্থ ছিল।
তবে এই ঘটনায় উত্তেজনা, কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ করে অন্যান্য শ্রমিকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি অশান্ত করে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ ৷ খবর দেওয়া হয়েছে মৄতের পরিবারকেও ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার রামচন্দ্রপুর এলাকায়।
শ্রমিকদের বিক্ষোভের পর, কারখানার কতৄপক্ষ তাদের গাফিলতির কথা অস্বীকার করেছেন ৷ কারখানার এইচার ম্যানেজার বিশ্বরঞ্জন মিশ্রের দাবী তাঁর কাছে কোনো ছুটি চাওয়া হয়নি ৷ আজকেই শরীর খারাপের কথা তিনি জানতে পারেন কারখানা কর্তৃপক্ষ।
Comments