দুর্গাপরের ষ্টীল প্লান্টের পক্ষ থেকে ষ্টীল প্লান্টের জমি জবরদখলের দাবিতে তাঁদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। বারবার প্রতিবাদও হয়।
কামলা এলাকাবাসীরা জমির ওপর একটি প্যান্ডেল করে ভূমি পুজোর আয়োজন করে। এরপর এএসপির পক্ষ থেকে সেখানকার মানুষদের বাঁধা দেওয়ার পর শুরু হয় গন্ডগোল।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড দুর্গাপুরের তেমলা ব্রিজ সংলগ্ন এলাকায়। তাঁদের দাবি পুনঃর্বাসন না পেলে উচ্ছেদ মানবে না তাঁরা ।
এরপর, বৃহস্পতিবার সকালে এএসপির পক্ষ থেকে উচ্ছেদের কাজ শুরু হলে প্রতিরোধ শুরু করেন স্থানীয় মানুষরা। সিআইএসএফ-এর জওয়ানদের সাথে তর্ক শুরু হয় এবংতার পরেই ধস্তাধস্তি।
আন্দোলনকারীরা সিএসএফ-এর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেন। এরপর প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এএসপি প্লান্টের যাবার রাস্তায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে পরিস্থিতি সামাল দিতে।
コメント