বারাসাত থানার ন-পাড়া কালিবাড়ি এলাকায় নিজের বাড়ীতে একাই থাকতেন বৃদ্ধা।বৃদ্ধার নাম শর্মিষ্ঠা মুন্সী (৬৩) । একাই থাকতেন। প্রতিদিন সন্ধ্যায় জামাই এর সঙ্গে ফোনে যোগাযোগ করতেন।
গতকাল, ২রা অক্টোবর, সোমবার সন্ধ্যায় তাঁকে ফোন করলে ফোনে সুইচ অফ পাওয়া যায় তাই তার পরবর্তী সময়ে প্রতিবেশীদের খোঁজখবর নিতে বলা হয়।
বন্ধ দরজার বাইরে সকালের দিয়ে যাওয়া খবরের কাগজ পড়ে আছে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে। তাঁর মেয়ে ও জামাইকে তখনই খবর দেওয়া হলে ওনারা ঘটনাস্থলে এসে পৌঁছান। পাশাপাশি খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকেও।
পুলিশ ও পরিবারের সদস্যরা একসঙ্গে ঘরে প্রবেশ করলে দেখতে পান ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে ওই বৃদ্ধা। ঘরের বিভিন্ন জায়গায় লন্ডভন্ড অবস্থায় রয়েছে। এমনটাও বয়ান দিয়েছে বৃদ্ধার মেয়ে। এরপরে মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় বারাসাত হাসপাতালে ময়নাতদন্তের জন্য ।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় অসামাজিক কার্যক্রম রয়েছে ,বারবার পুলিশ প্রশাসন সেখানে হানা দিয়েও কোনরকম সমাধান হয়নি। এই ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে ।
তবে কি চুরি করতে এসেই বৃদ্ধাকে খুন? নাকি, এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বারাসাত থানার পুলিশ।
Opmerkingen