top of page

রাজ্যপালের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের ডাক

সোমবার থেকে আগামী শুক্রবার বিক্ষোভ করবে তৃণমূল ছাত্র সংগঠন। রাজ্যপালের বিরুদ্ধে ‘স্বৈরাচারী পদক্ষেপের’ বিক্ষোভ। রাজ্যের ২২টি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি চলবে।



তৃনমুল ছাত্র সংগঠনের তরফে থেকে প্রকাশিত পোস্টারে লেখা রয়েছে, ‘রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে’। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের কর্মসূচি রয়েছে।


মঙ্গলবার কর্মসূচি রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে।


বুধবার ৬টি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।


বৃহস্পতিবার টিএমসিপি ছাত্ররা বিক্ষোভ দেখাবে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার তৃনমুলের সদস্যরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়, সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাবে।


গত কিছুদিন ধরে, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে, রাজ্যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর সাথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস লড়াই জোরকদমে চলছে। রাজ্যপালের বিরুদ্ধে এইবার মাঠে নামছে ছাত্র সংগঠনরা।

Comments


bottom of page