top of page

শারদ পাওয়ার - আদানি একসঙ্গে! আমেদাবাদের এক উদ্বোধনের অনুষ্ঠানে কি নতুন বন্ধুত্বের ইঙ্গিত?



শনিবার শারদ পাওয়ার আহমেদাবাদ যায়। দেশের প্রথম ল্যাকটোফেরিন প্ল্যান্ট এক্সিমপাওয়ার উদ্বোধন করতে। সঙ্গে ছিল গৌতম আদানি।


ল্যাকটোফেরিন প্ল্যান্ট এক্সিমপাওয়ার কোম্পানিটি পুনের একজন উদ্যোক্তার নির্মিত। এটি আহমেদাবাদের চাচারবাদীর গ্যালোপস ইন্ডাস্ট্রিয়াল পার্ক -২ তে অবস্থিত।


এদিন শারদ পাওয়ার এক্স-এ টুইট করে বলেন, তিনি আনন্দিত গৌতম আদানির সঙ্গে দেশের এরকম প্রথম ল্যাকটোফেরিন প্ল্যান্ট উদ্বোধন করতে পেরে।


শর্ট সেলার হিডেনবার্গ রিসার্চ দ্বারা অভিযোগ করে আদানি গ্ৰুপের বিরুদ্ধে। তাদের অভিযোগ স্টক ম্যানিপুলেশনের। তার মধ্যেই এক বছরেরও কম সময়ে আদানি এবং পাওয়ারের সাক্ষাৎ হয়।


গত জুন মাসে আদানি শারদ পাওয়ারের মুম্বাইয়ের বাসভবনে যায়।


এই নিয়ে রাজনৈতিক মহল উঠেছে চর্চা? আদানি গ্রূপ গুজরাটের, মোদী-ঘনিষ্ট ছিল। কিন্তু এখন

গৌতম আদানিকে এনসিপি-র শারদ পাওয়ারের ঘনিষ্ট হতে দেখা গেল।

Comentarios


bottom of page