বৃহস্পতিবার ইউক্রেন জুড়ে রাশিয়া হামলা করে। দক্ষিণী শহর খেরসন-এ গুলিতে দুইজন নিহত। কিয়েভ ও খারকিভে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেন জনিয়েছে, যে তারা রাশিয়ার ছোঁড়া ৪৩টি মিসাইলের মধ্যে ৩৬টি নষ্ট করতে সক্ষম হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ইউক্রেন আক্রমণ হানে রাশিয়া।
ইউক্রেনের বিদ্যুৎ প্রদানকারী সংস্থা ইউক্রেনারগো বলেছে যে রাশিয়ার মিসাইল হামলা ইউক্রেনের পশ্চিম ও মধ্য অঞ্চলে বিদ্যুৎ সুবিধার ক্ষতি হয়েছে।
ইউক্রেনারগো আরও জানান যে বিগত ছয় মাসের মধ্যে রাশিয়া প্রথমবারের মতো বিদ্যুৎ পরিকাঠামোতে হামলা চালিয়েছে। ২০২২ সালে অক্টোবরে রাশিয়া ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোতে তীব্র আক্রমণ করেছিল।
হোয়াইট হাউস থেকে ইউক্রেনকে একটি সহায়তা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে। জেলেনস্কি মার্কিন আইন প্রণেতাদের জিজ্ঞাসা করতে ইউএস ক্যাপিটল পরিদর্শন করবেন বলে জানা গেছে।
বুধবার, পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জানান, পোল্যান্ড ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে। সম্প্রতি, ইউক্রেন একটা অগ্রহণযোগ্য বিবৃতি এবং কূটনৈতিক দিক থেকে অসৌজন্যমূলক আচরণ করে যার বিরুদ্ধে পোল্যান্ড এই ধরনের অন্যায় মেনে নিতে পারবে না।
মাইকোলা সোলস্কি এবং পোলিশ ফার্ম মন্ত্রী রবার্ট তেলাস বলেন, এরকম পরিস্থিতি সমাধানের জন্য ইউক্রেনের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন এবং উভয় দেশের স্বার্থ বিবেচনা করে একটি সমাধান খুঁজতে সম্মত হবেন।
প্রতিবেশী দেশ মস্কোর আগ্রাসনের পর থেকে পোল্যান্ড দীর্ঘদিন ধরেই ইউক্রেনের অন্যতম সমর্থনকারী।
Comments