রাজ্য- রাজ্যপালের সংঘাতের মাঝেই রাজ্যপাল ১২ সেপ্টেম্বর রাতে চালু করলেন নয়া প্রোগ্রাম। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে এবার স্পিড প্রোগ্রাম চালু করলেন রাজ্যপাল
বিশ্ববিদ্যালয় গুলিতে যাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার জন্যই চালু করা হলো এই স্পিড প্রোগ্রাম। ১২ ই সেপ্টেম্বর গভীর রাতে এই প্রোগ্রাম চালু করেছেন রাজ্যপাল। ২৫ টি শিক্ষক সিলেকশন কমিটিও এই প্রোগ্রামের মধ্যে তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি উপাচার্যদের নিয়ে একটি কমিটিও তৈরি করেছেন রাজ্যপাল। মূলত বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনে কি কি কাজ পড়ে রয়েছে এবং কিভাবে বিশ্ববিদ্যালয় গুলিতে আরো দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তার জন্যই এই কমিটি করা হয়েছে উপাচার্যদের নিয়ে। তাছাড়াও রাজভবনে তৈরি করা হয়েছে একটি মনিটরিং সেল এই কাজের মূল্যায়নের জন্য।
একদিকে রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত। কখনো মাঝ রাতে চিঠি তো কখনো গভীর রাতের নতুন কর্মসূচি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্র করে সংঘাত যে পথে এগোচ্ছে তাতে প্রশ্ন উঠছে একটাই, বোস ও কী হাঁটবেন ধনখড়ের পথে ? নাকি বরফ গলবে ?
Comments