top of page

৩ বছর পর, জোহানেসবার্গে গান্ধী ওয়াক অনুষ্ঠিত হল


কোভিড অতিমারির এর পর রবিবার জোহানেসবার্গের ভারতীয় শহরতলির লেনাসিয়াতে গান্ধী ওয়াক অনুষ্ঠিত হয়। গত তিন বছর অনুষ্ঠানটি বন্ধ থাকবার পর রবিবার ১৭ সেপ্টেম্বর এই ওয়াকের ৩৫ তম সংস্করণ শুরু হলো। প্রায় দুই হাজারেরও বেশি লোক ছয় কিলোমিটার হেঁটেছে।


২০২০ সালে অনুষ্ঠানের এক মাস আগে করোনা অতিমারি জাঁকিয়ে ধরে সারা বিশ্বকে। এর জেরে গান্ধী ওয়াক কমিটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় জোহানেসবার্গে আয়োজিত এই গান্ধী ওয়াক।


২০২৩ সালে অনুষ্ঠানটি ফের চালু হলো। ২০০০ সালে শেষবার যখন এই পদচারনা অনুষ্ঠিত হয়, তখন ৪০০০ বেশি রেজিস্টার্ড ওয়াকার অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে বলে ঠিক ছিল। ক্রিয়াবিদদের জন্য ১৫ কিলোমিটার, আর বাকিদের জন্য ৫ কিলোমিটার। কিন্তু অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা লকডাউন ঘোষণার ফলে ওয়াকটি স্থগিত হয়ে যায়।


লেনাসিয়ার গান্ধী স্মৃতি বিজড়িত গান্ধী হলটি সংস্কার করবার লক্ষ্য নিয়ে একটি তহবিল গঠনের জন্যে এই ওয়াকটি শুরু করা হয়েছিল।


Comments


bottom of page