top of page

রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ জানিয়েও কেন রবিবারেও সুরাহা পেলেন না ডেবরাবাসীরা?


ঘটনাটি রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের বাড়াগড় গ্রামে দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা খারাপের মাত্রা বেড়েই গিয়েছে।


ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাড়াগড় গ্যাস গোডাউন পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে একই অবস্থা। প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন এখনো অবধি কোনো দায়িত্ব নেয়নি। তাই আজ গ্রামবাসীরা মিলে বিক্ষোভ করে।


এলাকাবাসীরা এক জোট হয়ে ধান গাছ পেতে পুতে বিক্ষোভ শুরু করেছে এলাকাবাসীরা মিলে। পাশাপাশি রাস্তার মাঝে খুঁটিও গেড়ে দেওয়া হয় বিশেষ করে এই গ্যাস গোডাউনটি থাকায় বড় বড় গাড়ি যাওয়ার ফলে এই গ্রামীন রাস্তাটি নষ্ট হয়ে গিয়েছে, রাস্তার গ্যাস বহনকারী গাড়ি আটকে রাস্তায় খুঁটি পুঁতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।


যদিও পুলিশ জানাচ্ছেন এর সুরাহা অতি শীঘ্রই হবে। গোটা বিষয়টি দেখছে গোটা ৫১টি গ্রাম পঞ্চায়েত।


তবে প্রশাসনের উচিত এই বৃষ্টির মরসুম আসার আগেই প্রত্যেকটা জেলার রাস্তা ঠিক রাখা। কারণ, সাধারণ মানুষের চলাচলের রাস্তা যদি খারাপ হয় বা কোনো রকম দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে তার দায় কি প্রশাসন নেবে?

Comments


bottom of page