top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

'ফুটবল ছাড়া স্পেন ভারতবর্ষকে কি দেবে? মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ অধীরের



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরকে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার ডায়মন্ড হারবারে সমাবর্তন সভা থেকে অধীর রঞ্জন একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অধীরের বক্তব্য, বিদেশ থেকে ফিরে বাংলায় দুয়ারে ফুটবল চালু করবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,"তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্পেনে গিয়েছে শিল্প আনতে কিন্তু স্পেন ফুটবলের দেশ, তাই দিদি দু-একটা ফুটবলার নিয়েছে হয়তো দুয়ারে ফুটবল শুরু করে দেবেন।"


অন্যদিকে পার্থ ও অনুব্রত গ্রেপ্তার নিয়ে তিনি বলেন পার্থ ও অনুব্রত কোটি কোটি টাকা একাই কি আত্মসাৎ করেছে পিসি ভাইপো কিছুই জানে না এটা হতেই পারেনা। যদি পিসি ভাইপো না জানে তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে।

ভাইপোকে বাঁচাতে বিজেপির সাথে সেটিং করছে দিদি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন," ভাইপোকে বাঁচাতে জি-টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রীর ডাকে নৈশ ভোজে যোগ দেন মুখ্যমন্ত্রী সেখানে তার সাথে দেখা যায় যোগী আদিত্যনাথ ও অমিত শাহ কে তাহলে দিদি কি সেটিং করতে গিয়েছে তা বাংলার মানুষ বুঝতে পারছে।"তিনি আরও সংযোজন,"রাজ্যে পঞ্চায়েতে প্রহসন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন মানে রক্তক্ষয়।"


রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন বলেন, "দেশের বিভিন্ন রাজ্যে উপাচার্য নিয়ে সুপ্রিম কোর্টে যেতে হয় না। শুধুমাত্র বাংলার জন্যই এমনটাই হচ্ছে যা আমাদের লজ্জা।"

পাশাপাশি তিনি বলেন, "জাতীয় কংগ্রেস দেশের কথা ভাবে তাই প্রদেশকে গুরুত্ব না দিয়ে দেশকে গুরুত্ব দিয়ে ইন্ডিয়া জোট করছে। কারণ বিজেপি ৩৮শতাংশ ভোট নিয়ে দেশ চালাচ্ছে। যেখানে বিরোধীদের ৬২ শতাংশ ভোট রয়েছে তাই তাই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হলে বিরোধীদের এক হতে হবে।"


সংবাদ মাধ্যমকে তিনি আরও জানান, আগামীতে রাহুল গান্ধী দ্বিতীয় দফার ভারত জোড়ো শুরু করতে পারেন এবং সেই যাত্রা বাংলাতেও হতে পারে।

Comments


bottom of page