top of page

অবশেষে ভুয়ো খবরে উত্তর দিল নায়িকা রুক্মিণী মৈত্র


রুক্মিণী মৈত্র জ্বরে আক্রান্ত বেশ কিছুদিন ধরে।


এরপরেই ভুয়ো খবর ছড়ায়, তিনি ডেঙ্গিতে আক্রান্ত।


অবশেষে ভুয়ো খবরে ক্ষুব্ধ হয়ে উত্তর দিল নায়িকা রুক্মিণী মৈত্র। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে বলেন, তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত ছিলেন, ডেঙ্গিতে আক্রান্ত নন।


কিছুদিন আগেই অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোন ডেঙ্গিতে মৃত্যু হয়। রুক্মিণীর বন্ধু রামকমল মুখোপাধ্যায়ের জন্মদিনে যেতে পারেনি তিনি। তা নিয়ে টলি পাড়ায় শোরগোল পড়ে যায়।


রাজ্যে যে হারে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকার।

Kommentare


bottom of page