বুধবার দিল্লিতে INDIA-র সমন্বয় কমিটির বৈঠক। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা। সেদিনই ইডি তলব করেছে তাঁকে।
এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে, বুধবার প্রথম INDIA জোটের সমন্বয় কমিটি হওয়ার কথা। সেই কমিটির সদস্য হিসেবে থাকার কথা অভিষেকেরও।
রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, বুধবার দিল্লিতে INDIA-র জোটের বৈঠক আর সেখানে তিনি থাকবেন। তাই জেনে বুঝে ঠিক সেদিনই ইডি নোটিশ পাঠিয়েছে।
এই নিয়ে অভিযোগের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি সাংবাদিক বৈঠকে বলেন, প্রতিসিংসার থেকে বিজেপি অভিষেককে হেনস্থা করছে। প্রমান ছাড়াই কয়েকদিন পর পর তলব করছে। তাতে পরিবারের হেনস্থা হচ্ছে।
এইবার দেখার বিষয় বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি -এর ডাকে সারা দেয় নাকি INDIA জোটের বৈঠকে যায় ?
যেদিন জোটের প্রথম বৈঠক ঠিক সেদিনই ইডি ডাকলো অভিষেককে। তার মানে কি অভিষেকের উপস্থিতিকে বিজেপি ভয় পাচ্ছে ?
Comments