top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

দিল্লী যাওয়ার জন্য এবার কাদের সঙ্গে বিমানে উঠলেন অভিষেক?


কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিষেক দিল্লি রওনা হওয়ার আগে। দিল্লির বিমান ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


রাজ্যের বকেয়া টাকায় দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে দুদিনের কর্মসূচির নেতৃত্ব। বাঁকুড়ার বিষ্ণুপুরে শনিবার বাড়ির দেয়াল ভেঙে একই পরিবারের তিন শিশুর মৃত্যু ঘটেছে।


রবিবার সকালে জানা গেল, বাঁকুড়ার ছাতনায় একইভাবে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। দুটি পরিবারের কেউই কেন্দ্রের আবাস যোজনার টাকা পাননি। এটাই সামনে এনে অভিষেক তথা তৃণমূলের দাবি, মৃত চারজনই কেন্দ্রীয় বঞ্চনার সাম্প্রতিকতম শিকার।


বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ দিল্লিতে থাকা সত্ত্বেও বঞ্চিতদের সঙ্গে দেখা করছেন না। অথচ তিনি সেখানে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন। আমরা ২৫-২৬ জন সাংসদ নিয়ে তার কাছে গিয়েছিলাম গত এপ্রিল মাসে। আমাদের সঙ্গেও তিনি দেখা করেননি। তিনি বঞ্চিত অবহেলিতদের কথা শুনতে চান না এমনটাই মন্তব্য অভিষেকের।


দিল্লির কর্মসূচির জন্য ট্রেন ভাড়া চেয়ে আবেদন করেছিল তৃণমূল। আবেদন খারিজ হয় গত শুক্রবার। তৃণমূলের তরফে অভিযোগ করা হয় শনিবার রাতে রবিবার দিল্লি জামে একটি বিমান বাতিল করে দেওয়া আছে সেই বিমানে তাদের নেতাকর্মীদের দিল্লি যাওয়ার কথা।


এরপর অভিষেক বলেন, "বিজেপি আমাদের লড়াই করার অধিকার থেকে সরাতে চেয়েছেন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বিমান শেষ মুহূর্তে বাতিল করেছে বাংলায় হেরে গিয়ে নানা অছিলায় বাংলার মানুষের টাকা আটকে রাখছে প্রতিবাদ জানাতে গেলে সেখানেও বাধা দিচ্ছে "।


অভিষেকের সঙ্গে রবিবারই দিল্লির রওনা হল বিষ্ণুপুরে নিহত তিন শিশুর পরিবার।


বিমানে ওঠার আগে মৃত শিশুর পরিবার-পরিজনকে দেখিয়ে তিনি অভিযোগ করেন, " তিনটি ফুলের মত শিশু মারা গিয়েছে মাটির দেয়াল চাপা পড়ে। এর দায় কার? বিচারব্যবস্থার কাছে আবেদন করছে এই ঘটনা পূর্ণ তদন্ত হওয়া উচিত যারা কথায় কথায় জনস্বার্থ মামলা করেন সেগুলি তো আর এখন জনস্বার্থ মামলা নেই সেগুলি সবই রাজনীতির মামলা হয়ে গিয়েছে তাদের প্রশ্ন করছি ১০০ দিনের টাকা কেন বন্ধ আবাসের টাকা কেন বন্ধ তা নিয়ে কটা জনস্বার্থ মামলা হয়েছে? "


দিল্লী দিল্লীর মোদি সরকারকে ইংরেজ শাসকদের সঙ্গে তুলনা করে অভিষেক বলেন, "১১২ বছর আগে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে দিল্লির শাসন মানুষ চাক্ষুষ করছে। বর্তমান শাসকরা সমস্ত লিমিট পার করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ আবার সেই টাকা বন্ধ ১০০ দিনের টাকা বন্ধ তাই প্রতিবাদ জরুরী হয়ে উঠেছে।"


অভিষেক আরও দাবি জানিয়েছেন, "কুড়ি হাজার কোটি টাকায় প্রধানমন্ত্রীর বাড়ি হবে আর বাংলা গরীব মানুষ দেড় লক্ষ টাকা বাড়ি তৈরির জন্য পাবে না বিজেপির সরকার বাংলার মানুষের থেকে ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে অবহেলিত করছে। তিনি আরও বলেন, ভোটের সময় রাজনীতি হোক কিন্তু যখন আমরা জনপ্রতিনিধি তখন কিন্তু মানুষের পরিষেবায় সবার আগে। "


আজ ঝাড়খণ্ডের দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাসে পুরুলিয়ার যে কর্মীরা ছিলেন তাঁদেরকে ফিরে আসবার নির্দেশ দিয়েছে দল।


Comments


bottom of page