স্পেন গিয়ে পায়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার তিনি কলকাতাতে গ
ফিরেন এবং রবিবারেই পায়ের চিকিৎসা করাতে যান এসএসকেএম হাসপাতালে।
চিকিৎসকরা আপাতত তাঁকে ১০ দিন বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছেন। অর্থাৎ আগামী ৪ অক্টোবর পর্যন্ত মুখ্যমন্ত্রীর স্বাভাবিক হাঁটা-চলাতে নিষেধাজ্ঞা থাকছে।
এরই মধ্যে দিল্লিতে তৃণমূলের ঘোষিত কর্মসূচি রয়েছে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে প্রার্থনা এবং তার পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর ধর্নায় বসতে চলেছে বাংলার শাসক দল।
সেই কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতার এবং দলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট পাওয়ার কারণে সেই বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা, এরপর তৃণমূল নেতৃ অনিশ্চিত রাজধানীর কর্মসূচি নিয়ে।
সেই ক্ষেত্রে ধর্ণা আন্দোলনের নেতৃত্বে থাকবে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে গত ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেছিলেন, গান্ধী-জয়ন্তীতে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজধানীর সরব হবে তৃণমূল।
বাংলায় যারা ১০০ দিন কাজ করেও কোনো টাকা পাননি তাঁদের লেখা ৫০ লক্ষ চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।
Commentaires