top of page

‘ইন্ডিয়া জোটে ভয়, তৃণমূলকে ভয় তাই ইডি তলব,১০পয়সার প্রমাণ দেখাতে পারবে না ইডি’ অভিষেকের কড়া মন্তব্য


ইন্ডিয়া জোটের বৈঠকের দিনেই অভিষেককে ইজির তলব। প্রায় সাড়ে ন ঘন্টা জেরার পর ইডি দফতর থেকে বেরিয়ে ঝোড়ো বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


‘ইডি ডেকে সময় নষ্ট করছে, রাজনৈতিক নেতাদের খুশি করছে ইডি, ধূপগুড়ি জয়ে ভয় পেয়েছে বিজেপি' সরাসরি তোপ অভিষেকের । পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, 'যত ডাকবে তত মাইনাসে যাবে। আগেরবার বলেছিলাম নিটফল শূন্য, এবার বলছি নিটফল মাইনাস দুই’।


অভিষেকের তোপ, রাজনৈতীক প্রভুদের খুশি করতেই কেন্দ্রীয় এজেন্সির এই তোপ। 'আজকে ডাকার ফলে এটা স্পষ্ট বিজেপি ভয় পেয়েছে, এক-দুদিন পরে ডাকলে বৈঠকে থাকতে পারতাম। বিজেপি যে তৃণমূলকে ভয় পায় তা আজকের ঘটনায় স্পষ্ট, সরাসরি তোপ অভিষেকের।


আজ ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই তোপ ডাকেন জোটের শীর্ষ নেতৃত্ব। তাঁরাও জোর দিয়ে অভিষেকের ইডি তলবের নিন্দা করে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, 'ইন্ডিয়ার নেতাদের নিন্দা প্রস্তাব নেওয়ার জন্য ধন্যবাদ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক কাজে বাধা দেওয়া হচ্ছে, এর জবাব ভবিষ্যতে মানুষ দেবে। '


পাশাপাশি অভিষেক জানান, 'আমাকে হাজিরা না দিতে অনুরোধ ইন্ডিয়ার নেতাদের, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমি। আমার লড়াই আমি নিজে লড়ে নেব। আমার লোকানোর কিছু নেই ইডির কাছে। ইডি দফতরের সামনে দাঁড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ করছি। আমার বয়ান হাইকোর্ট বা কো-অর্ডিনেট কোর্টে পেশ করুক ইডি। এই ইডিকেই সম্প্রতি কালে কোর্টে ক্ষমা চাইতে হয়েছে'


বার বার বিরোধী জোটের নেতাদের মুখে কেন্দ্রীয় এজেন্সির সাফল্যের পরিসংখ্যান উঠে এসেছে। অভিষেকের গলাতেও একই সুর। 'কোনও তদন্তের সুরাহা করতে পারেনি ইডি বা সিবিআই, সারদা মামলায় এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি।

তাহলে নিয়োগ দুর্নীতি মামলায় কীভাবে বিচার হবে?ইডি-সিবিআই আগে অপরাধী খুঁজে অপরাধ চাপিয়ে দেয়’ সরাসরি তোপ অভিষেকের।


এদিকে লিপ্স অ্যান্ড বাউন্ড কোম্পানির প্রসঙ্গে অভিষেকের ইডিকে চ্যালেন্জ । সরাসরি তোপ, 'আমি এখনও লিপ্স অ্যান্ড বাউন্ডে আছি। তিনটি দুর্নীতির টাকা ওই কোম্পানিতে ঢুকেছে এটা কী সম্ভব? ১০ পয়সার প্রমাণ দেখাতে পারবে না ইডি'


সাড়ে ন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতরের সামনে যে ঝোড় বার্তা দিলেন অভিষেক তাতে বিরোধী শিবিরই যে পালে হাওয়া পেল তা কিন্তু স্পষ্ট। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বিরোধী জোটের বৈঠকের দিন তলব ও তার পর অভিষেকের বার্তা কোথাও ব্যাকফুটে ফেসে দিল মোদি সরকারকেই ।

Σχόλια


bottom of page