অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কর্মসূচির জন্য বেরোনোর আগে বাংলার কর্মসূচি নিয়ে নিশ্চিত হতে চাইছেন। তাই জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক। সূত্রের খবর, আগামী সপ্তাহেই এই বৈঠক হবে। সেই বৈঠকে জেলা নেতৃত্বকে তৃণমূলের দিল্লির কর্মসূচি বাংলায় কিভাবে কার্যকর করতে হবে সে বিষয়ে নির্দেশ দেবেন তিনি।
স্পেন সফরে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে কলকাতাতে ফিরে রবিবার বিকেলে তিনি চিকিৎসা করাতে যান এসএসকেএম হাসপাতালে । এরপর চিকিৎসক ১০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। দিল্লিতে তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে মতার যোগদান অনিশ্চিত ।২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে রাজঘাটে প্রার্থনা এবং পরের দিন ধর্নায় বসতে চলেছে তৃণমূল। সেই কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা ছিল মমতা ও অভিষেকের।
২-৩ অক্টোবর বাংলার তৃণমূল নেতা - কর্মীদের ময়দানে নামাতে চান অভিষেক। পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যে অভিষেকের নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লির প্রতিবাদ কর্মসূচির সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক সভাপতিদের।
জেলা সভাপতিদের নির্দেশ দেওয়ার পরই এ বিষয়ে জেলা কমিটির সঙ্গেও বৈঠক হয়। ব্লক সভাপতিদের এই কর্মসূচি করতে করতে বলা হয়েছে বৈঠকে। সূত্রের খবর অভিষেক আরও কিছু নতুন সংযোজন করতে পারেন সেই কর্মসূচিতে।
Komentar