top of page

‘ইন্ডিয়া’র বৈঠক নয়, ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


অবশেষে, জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মামলায় বুধবার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে হাজিরা দিতে বলা হয় ইডির দফতরে। বুধবার সকাল ১১টা ১২মিনিট নাগাদ নিজের বাসভবন থেকে ইডির দফতরের উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


স্কুলে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এই মামলায় জড়ায়। সেই ঘটনায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী এবং পরবর্তীতে বিচারপতি অমৃতা সিংহ ইডি এবং সিবিআইকে তদন্তের ভার দেন। নিয়োগ মামলার নিস্পত্তির আগে পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী দল যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেন, সে প্রসঙ্গে রক্ষাকবচ চেয়ে আদালতের দারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়। বিচারপতি জানান, ইডির তরফ থেকে মৌখিক প্রতিশ্রুতি এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী দল প্রতিশ্রুতি পালনও করেছে। তাই নতুন করে রক্ষাকবচের প্রয়োজন নেই। শুনানির সময় ইডি-র কৌঁসুলি আশ্বাস দিয়েছেন, ‘গ্রেফতারি নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।’

Комментарии


bottom of page