১৩ই সেপ্টেম্বর বুধবার ইন্ডিয়া জোটের কোঅর্ডিশল কমিটির প্রথম বৈঠক । সেদিনই ফের ইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিজেই সেই খবর টুইটারে (এক্স) জানালেন অভিষেক। অভিষেকের টুইটের নিশানায় মোদি সরকার ।
রবিবার রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটারে) অভিষেক লিখেছেন, ‘‘ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।’’
১৩ই সেপ্টেম্বর অভিষেককে তলব করেছে ইডি। আর ১২ই সেপ্টেম্বরই বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের টুইটে অভিষেকের হ্যাশট্যাগ 'ফিয়ার ইন ইন্ডিয়া'। রাজনৈতিক মহল এই হ্যাসট্যাগের নিশানায় মোদিকেই দেখছেন। কোঅর্ডিশন কমিটির বৈঠকের দিনেই এই তলব দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কী বিরোধী জোটকে ভয় পেতেই এরকম সিদ্ধান্ত ? বার বার বিরোধীরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার বিরোধীদের মুখবন্ধ করতেই কেন্দ্রীয় এজেন্সিদের ব্যবহার করছে ।
অভিষেকের টুইটে রাজনৈতিক মহলে শোরগোল। তাহলে কী কোঅর্ডিনেশন কমিটির বৈঠক থেকে অভিষেককে আটকাতেই এই সিদ্ধান্ত ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Comentários