top of page

কাঁচা রাজনীতিক! ‘ভগবান ভাবি না ওঁকে’, অভিজিৎ নিয়ে বিস্ফোরক চাকরিপ্রার্থীরা


এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক চাকরিপ্রার্থীরা। এসএলএসটি চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আসলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্য ভাবেননি। দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতির (Justice Abhijit Gangopadhyay) জন্যই আরও জট বেড়েছে, চাকরি পাননি তাঁরা।


এসএলএসটি (SLST) ২০১৬ সালের নবম-দ্বাদশ বিভাগের (SSC) চাকরিপ্রার্থী শহীদুল্লার অভিযোগ, ”আমাদের উনি দালাল বলেছেন। আমাদের ১১০০ দিনের বেশি ধরে চলা ধরনা মঞ্চ নিয়েও প্রশ্ন করেছেন তিনি।” শহীদুল্লার আরও দাবি, “আমরা ২০২৩ সালেই চাকরি পেয়ে যেতাম। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত। ওঁর চোখের জলে বালিশ ভিজলেও সিবিআই তদন্তের নির্দেশ আরও জটিলতা বাড়িয়েছে! আমরা চাকরি পাইনি। ওঁর এদিকটাও ভাবা প্রয়োজন ছিল। তাঁদের আরও দাবি, “অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই একেবারে কাঁচা রাজনীতিকের মতো কথা বলছেন। বিচারপতি সত্তা আর রাজনীতিক সত্তার মধ্যে বিরোধ দেখতে পারছি। আমরা ওঁকে ভগবান মনে করি না। সরকার, কমিশন কিছু ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিলেও সেটাও হয়নি।”

Comments


bottom of page