top of page

জয়নগর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

অস্ত্র কারখানার হদিস জয়নগরে। আর্মস সহ গ্রেফতার একজন, রহমতুল্লা শেখ। ৮টি ওয়ান সাটার, ২ টোলং মেশিন উদ্ধার। সঙ্গে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।


ধৃত দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সাথে যুক্ত বলে জানা গিয়েছে। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ।


বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। মুলত ক্রেতা সেজে যোগাযোগ করা হয় অস্ত্র ব্যবসায়ীর সাথে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে মঙ্গলবার বিকেলে অস্ত্র ডেলিভারি করার কথা ছিল।


জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোম এর সামনে। সন্ধে ৬টা টাইম দেওয়া হয়। প্রায় দেড় ঘন্টা বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। পুলিশ কর্মীরা বাইক ও অটোতে ছিল। বিভিন্ন জায়গায় ঘোরার পর ময়দা এলাকা থেকেই অভিযুক্তকে ধরা হয়।


ধৃতের বাড়ি জয়নগর থানা এলাকার কাশীপুর কামারিয়ায়। মুলত নির্জন এলাকায় দু কামরার ঘর থেকে চলছিল অস্ত্র তৈরির কারবার। বাড়ির পেছনেই রয়েছে পুকুর। পুকুরের ভিতরেও আর্মস লুকানো ছিল। যাতে কেউ কিছু বুঝতে না পারে। সেখান থেকেও আর্মস উদ্ধার করে পুলিশ।


অভিযুক্তর বাড়িতে তার স্ত্রী ও ছেলে থাকত। ধৃত একজন বড় আর্মস ডিলার বলে জানা গিয়েছে । ঘটনাস্থল থেকে উদ্ধার আর্মস তৈরি করার পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ উদ্ধার।

Comments


bottom of page