top of page

সবজি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারাল, আহত ১

বুধবার সাতসকালে উত্তরবঙ্গের রাস্তায় হঠাৎ উল্টে গেল সবজি বোঝায় লরি। আহত এক। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের অন্তর্গত এশিয়ান হাইওয়ে ৪৮ এর গয়েরকাটা চৌপথি এলাকা।


স্থানীয় সূত্রে জানা যায় ভুটান থেকে সবজি বোঝাই করে লরিটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় গয়েরকাটা চৌপতি সংলগ্ন এলাকায় আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়।আহত হন লরি চালক।


দুর্ঘটনা শব্দ পেয়ে এলাকার মানুষ সেখানে ছুটে আসেন।ছুটে আসে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ।


স্থানীয়দের প্রচেষ্টায় আহত লড়ি চালককে পাঠানো হয় বীরপাড়া স্টেট জেনারেল হসপিটালে।


ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোন ত্রুটি ছিল কি লরিটিতে ?

コメント


bottom of page