top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

জি -২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর 'সবকা বিকাশ'-এর বার্তা



ভারতে জি ২০-এর আসরে শুরুতেই উদ্ভাবনী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দিল্লিতে আড়াই হাজার বছর পুরোনো একটি স্তম্ভে লেখা মানবজাতির কল্যায়ের কথা।


২০২৪ সালের জি-২০'র শীর্ষ সম্মেলনের শুরুতেই আরও এক ধাপ এগোলো ভারত। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রস্তাব ছিল আফ্রিকান ইউনিয়নকে যাতে জি ২০-র সদস্যপদ দেওয়া হয়।


শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হবে বৈঠক। সম্মেলন স্থলে উপস্থিত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি শুনক। এছাড়ও রাষ্ট্রপুঞ্জের মহাসচীব অ্যান্টনীয় গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস আধানম, প্রমুখ।


জি-২০ মঞ্চে ছায়া ফেলেছে ইউক্রেন যুদ্ধ। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া। পরিস্থিতি আরও জটিল করেছে চিন। কূটনীতির ট্র্যাপিজে ভারসাম্য বজায় রাখতে সংঘাত ভুলে বিশ্বাস তৈরির বার্তা দিলেন মোদি।


রাষ্ট্রপতির দেওয়া আমন্ত্রণপত্রে কেন ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখা হল, তা নিয়েই জল্পনার সূত্রপাত। এবার শুরুতেই আরও একধাপ এগোল ভারত।

Comments


bottom of page