প্রতারকদের গ্রাহকদের টাকা উধাও করার নতুন মাধ্যম টেলিগ্রাম। গ্রাহকদের অজান্তে তাদের টাকা তুলে নিচ্ছে দুষ্কৃতীরা। অনেকেই এই প্রতারণার অভিযোগ জানিয়েছে। সতর্কতা জারি করেছে পুলিশ। দুটি উপায় জাল ফেলছে প্রতারকরা।
প্রথমে, সহজে টাকা রোজগারের লোভ দেখানো হচ্ছে। গ্রাহকরা রাজি হলে, একটি টেলিগ্রাম গ্রুপে ঢুকতে নির্দেশ দিচ্ছে। প্রত্যেকজনকে ইউটিউবের কিছু ভিডিয়োতে লাইক, কমেন্ট করতে বলছে। আর তা করলেই মিলছে টাকা।
এরপর তাদেরকে কিছু টাকা পাঠাতে বলছে আর সেই টাকা সঙ্গে আরও টাকা যুক্ত হয়ে ফিরে আসছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপরে আর টাকা পাঠানো হচ্ছে না।
দ্বিতীয়ত, গ্রাহকদের লোভ দেখানো হচ্ছে ছোট বিনিয়োগে বড় লাভের। কিছু ভুয়ো অ্যাপের মাধ্যমে এ কাজ চলছে। যা এই প্রতারণার উদ্দেশেই বানানো হয়েছে। প্রথমদিকে সবাই টাকা পেলেও, মিলছে না পরে।
বিধাননগরের পুলিশ কমিশনারেটে জানায়, এই বছরে ২৫টি এরকম টেলিগ্রাম প্রতারণার অভিযোগ এসেছে। এ ভাবে প্রতারকরা ৪ কোটি ২৪ লক্ষ টাকা হাতিয়েছে গ্রাহকদের থেকে। তার মধ্যে ৩ কোটি ৩১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
প্রতারকদের টেলিগ্রামে প্রতারণায় যুক্ত ব্যক্তিদের খোঁজ চলছে। এমন প্রতারক আগে দেখা যায়নি।
Comments