top of page

শেষরাতে ব্যারাকের মধ্যেই আচমকা গুলি, আত্মঘাতী বিএসএফ জওয়ান

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


আচমকাই বুকে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামে।


শুক্রবার ভোর রাতে হঠাৎই গুলির শব্দ পেয়ে ছুটে যান মৃত জাওয়ানের সহকর্মীরা। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় ব্যারাকের মধ্যেই পড়ে রয়েছেন ওই জওয়ান। বুকে গুলির ক্ষত। পাশেই পড়ে আছে সার্ভিস রিভলবার।


বিএসএফ সূত্রে খবর, মৃত জওয়ানের নাম এন.এম স্বামী। তাঁর বাড়ি অন্ধ প্রদেশে। বেশ কয়েকমাস ধরেই শীতলকুচির অমৃত ক্যাম্পে কর্তব্যরত ছিলেন তিনি। তাঁর সহকর্মীদের দাবি, এদিন ভোর রাতে নিজের সার্ভিস রিভলবার দিয়েই বুকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই জাওয়ান।


রক্তাক্ত অবস্থায় তাঁর সহকর্মীরা তাঁকে নিয়ে যায় শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


মৃত জাওয়ান এন.এম স্বামী পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তাঁর সহকর্মীদের একাংশ। কর্মস্থলে কোনও সমস্যা ছিল না বলেই দাবি সহকর্মীদের।


পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যেই মৃত জাওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙায় পাঠানো হয়েছে।


Comentários


bottom of page